কষে দেখি – 7
1. কাগজ ভাঁজ করে হাতেকলমে 15°, 22\frac12^\circ , 45°, 60°, 90° কোণ তৈরি করি।
2. স্কেল, পেনসিল ও কম্পাসের সাহায্যে AB সরলরেখাংশের উপর A বিন্দুতে 90° কোণ আঁকি। সেখান থেকে 120°, 75° ও 60° কোণ আঁকি।
3. স্কেল, পেনসিল ও কম্পাসের সাহায্যে 45° ও 22\frac12^\circকোণ আঁকি।
4. স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে নিম্নলিখিত কোণগুলি আঁকি।
(a) 30° (b) 60° (c) 75° (d) 105° (e) 120° (f) 135° (g) 150° (h) 15°
5. স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে ∠PQR কোণ অঙ্কন করি যার মান 60°; এবার QR বাহুকে R বিন্দুর বিপরীত দিকে S বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। ∠PQS= _____ ডিগ্রি। এই PQS কোণকে সমদ্বিখন্ডিত করি ও চাঁদার সাহায্যে মেপে যাচাই করি ∠PQS সমদ্বিখন্ডিত হলো কিনা।
6. স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে ∠ABC কোণ অঙ্কন করি যার মান 30°; এবার BC বাহুকে C বিন্দুর বিপরীত দিকে D বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। এবার ∠ABD –এর সমদ্বিখণ্ডক BE আঁকি। চাঁদার সাহায্যে মেপে দেখছি ∠DBE= _____ ডিগ্রি ও ∠EBC=_____ ডিগ্রি।
;