Class 7 Chapter 20 চতুর্ভুজের শ্রণিবিভাগ

সপ্তম শ্রেণী – অধ্যায় ২০ : চতুর্ভুজের শ্রণিবিভাগ সম্পূর্ণ সমাধান

কষে দেখি – 20

 

1. নীচের ছবিগুলিত মধ্যে কোনগুলি চতুর্ভুজ আলাদা করি –

উত্তর – বৃত্ত বাদে সব চতুর্ভুজ।

 

2. ফাঁকা ঘর পূরণ করি –

(i) সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদুটির দৈর্ঘ্য __________ (অসমান / সমান)।

(ii) ট্রাপিজিয়ামের দু-জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তা __________ হবে।

(iii) সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর __________ (সমান্তরাল / অসমান্তরাল)

(iv) সামান্তরিকের একটি কোণের পরিমাপ হলে তা __________ ( আয়তক্ষেত্র / রম্বস)।

(v) চতুর্ভুজের ______ টি কর্ণ।

(vi) রম্বসের কর্ণদুটি পরস্পরকে __________ সমদ্বিখন্ডিত করে।

(vii) আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর __________ (অসমান / সমান)।

(viii) রম্বস এক বিশেষ ধরনের __________ (বর্গক্ষেত্র / সামান্তরিক)।

(ix) সামান্তরিকের কর্ণদুটি পরস্পরকে __________ করে।

উত্তর –

(i) সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদুটির দৈর্ঘ্য সমান

(ii) ট্রাপিজিয়ামের দু-জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তা সামান্তরিক হবে।

(iii) সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল

(iv) সামান্তরিকের একটি কোণের পরিমাপ হলে তা আয়তক্ষেত্র

(v) চতুর্ভুজের2 টি কর্ণ।

(vi) রম্বসের কর্ণদুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।

(vii) আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান

(viii) রম্বস এক বিশেষ ধরনের সামান্তরিক

(ix) সামান্তরিকের কর্ণদুটি পরস্পরকে সমদ্বিখন্ডিত করে।

 

3. কাগজ কেটে হাতে কলমে যাচাই করি –

(i) বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।

(ii) আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করে।

উত্তর – নিজে কর।

;

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

0

Scroll to Top