কষে দেখি – 14
1. (i) একটি ত্রিভুজের কতগুলি মধ্যমা পাব লিখি।
(ii) একটি ত্রিভুজের মধ্যমাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে লিখি।
(iii) একটি ত্রিভুজে কতগুলি উচ্চতা পাব লিখি।
(iv) একটি ত্রিভুজের উচ্চতাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে লিখি।
(v) কোন ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই তা লিখি।
উত্তর –
(i) একটি ত্রিভুজের তিনটি মধ্যমা।
(ii) একটি ত্রিভুজের মধ্যমাগুলি একটি বিন্দুতে ছেদ করে।
(iii) একটি ত্রিভুজে তিনটি উচ্চতা পাব।
(iv) একটি ত্রিভুজের উচ্চতাগুলি একটি বিন্দুতে ছেদ করে।
(v) সমবাহু ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই।
2. কোণভেদে ও বাহুভেদে ত্রিভুজ আঁকি ও তাদের মধ্যমা এঁকে দেখি ত্রিভুজের মধ্যমা সর্বদা ত্রিভুজের ভিতরে থাকে কিনা (স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্য নিই)।
3. নীচের প্রতিটি ত্রিভুজের উচ্চতা মাপি (স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্য নিই)।
4. কোণভেদে ত্রিভুজ আঁকি। ত্রিভুজের প্রতিটি উচ্চতা সর্বদাই ত্রিভুজের ভিতরে থাকবে কিনা দেখি (স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্য নিই)।
;