Class 8 Chapter 22 সমান্তরাল সরলরেখা অঙ্কন

অষ্টম শ্রেণি – অধ্যায় ২২ : সমান্তরাল সরলরেখা অঙ্কন সম্পূর্ণ সমাধান

কষে দেখি – 22

1. একটি সরলরেখা XY –এর বহিঃস্থ বিন্দু Z দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারব দেখি যারা XY –এর সমান্তরাল।

2. হাবিব খাতায় একটি সরলরেখাংশ PQ এঁকেছে এবং PQ সরলরেখাংশের বহিঃস্থ একটি বিন্দু R এঁকেছে। আমি স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে যেকোনো পদ্ধতিতে PQ সরলরেখাংশের একটি সমান্তরাল সরলরেখাংশ আঁকি যা R বিন্দুগামী হবে।

3. মেঘা স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে ∠ABC=60° আঁকল। BA ও BC রশ্মির উপর যথাক্রমে দুটি বিন্দু P ও Q নিলাম। P বিন্দু দিয়ে BC রশ্মির ও Q বিন্দু দিয়ে BA রশ্মির সমান্তরাল সরলরেখা টানলাম।

এই দুটি সরল রেখার ছেদবিন্দুর নাম দিলাম D; PBQD চতুর্ভুজটি কী ধরনের লিখি।

;

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

0

Scroll to Top